দিনাজপুরের ছয়টি আসনে দাখিল করা ৩৪ জনের বাছাইয়ে তথ্যে গড়মিলের কারণে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটানিং অফিসার জেলা প্রশাসক শাকিল আহমেদ।
আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচন: জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল, মায়েরটি বৈধ ঘোষণা
মনোনয়নপত্র বাতিলের মধ্যে রয়েছেন—
দিনাজপুর ১ (বীরগঞ্জ-কাহারোল) এ আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আবু হোসাইন বিপু, দিনাজপুর সদর ৩ এ যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী রাশেদ পারভেজ, দিনাজপুর ৫ (পাবর্তীপুর- ফুলবাড়ী) এ স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক এবং দিনাজপুর ৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) এ স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে বাতিলের বিষয়ে ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বাতিলের বিষয়ে আপত্তি জানাতে পারবেন প্রার্থীরা।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী এবং প্রতিনিধির উপস্হিতিতে মনোনয়নপত্র বাছাইয়ের পর বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটানিং অফিসার।
আগামী ১৭ ডিসেম্বর প্রত্যাহারের সর্বশেষ সময় অতিক্রমের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী প্রচারণা জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: খুলনায় তিনটি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন: হিরো আলমসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল