আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ে ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে সাতটি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, ‘আমরা ভোটের অধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, এই সরকারের পদত্যাগ, একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিসহ আমাদের ১৪ দফা দাবি বাস্তবায়নে ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করছি।’
গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোট যারা যুগপৎ আন্দোলনে আছে তারাও নিজ নিজ অবস্থান থেকে একই কর্মসূচি ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন সাইফুল।
ঢাকায় তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ সকাল ১০টায় মিরপুর-১২ থেকে ফার্মগেট, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিল অভিমুখে পদযাত্রা শুরু করবে।
একই সঙ্গে সারাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে তাদের জোট একই ধরনের কর্মসূচি পালন করবে বলে জানান সাইফুল।
তিনি বলেন, জনগণ রাস্তায় নামতে শুরু করেছে এবং সরকার উৎখাত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।
যুগপৎ আন্দোলনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ তাদের ১৪ দফা দাবি আদায়ে সমাবেশের আয়োজন করে।
সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা কাকরাইল অভিমুখে মিছিল বের করে।
আরও পড়ুন: মালিবাগে গণমিছিল নিয়ে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ
এদিকে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি আদায়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ শুরু করেছে বিএনপি।
সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গণতন্ত্র মঞ্চের মতো ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করতে পারেন।
বিদ্যুত ও গ্যাসের দাম বৃদ্ধি এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে দেশের অন্য সব বিভাগেও সমাবেশ করছে বিএনপি।
আরও পড়ুন: সরকারবিরোধী নতুন প্লাটফর্ম 'সমমনা গণতান্ত্রিক জোট' এর আত্মপ্রকাশ