তিনি বলেন, ‘এই শান্তি অগ্রগতির সময়ে কোন রকম সন্ত্রাস নয়, আমরা দেশকে এগিয়ে নিতে চাই।’
আরও পড়ুন: প্রতিটি জেলায় রেল লাইন করা হচ্ছে: মন্ত্রী
রেলকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেয়া হবে: রেলপথ মন্ত্রী
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে রহনপুর রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।
আরও পড়ুন: পটিয়া-দোহাজারি রেলপথের নব দিগন্তের দ্বার উন্মোচিত হলো: মন্ত্রী
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা বিমসটেক মহাপরিচালকের
উন্নয়নশীল দেশে উত্তরণ: সব কৃতিত্ব জনগণকে দিলেন প্রধানমন্ত্রী
এ সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রেল সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধিরেন্দ্রনাথ মজুমদার, রেলের পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।