রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ব্যাপক লুণ্ঠন, নারী নির্যাতন ও অপকর্মের দায়ভার কাঁধে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘আমি মনে করি নোয়াখালীর বেগমগঞ্জে যে ভয়াবহ রোমহর্ষক মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা সমস্ত জাতি শুধু নয়, আমার মনে হয় সমস্ত বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। গত কয়েক মাসে আপনারা লক্ষ্য করেছেন এখানে একটা মহোৎসব শুরু হয়েছে। নারীর শ্লীলতাহানি, নারীর ওপরে নির্যাতন- এটা এখন এ অবৈধ সরকারের ছত্রচ্ছায়ায় একটা নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার গুরুতর অবনতির পাশাপাশি অর্থনীতি আজ ধ্বংসের মুখে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে এ দেশে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন আমাদের মা-বোনেরা। প্রতি মুহূর্তে তারা তাদের সুরক্ষা নিয়ে খুবেই উদ্বিগ্ন।’
বিএনপির এ নেতা বলেন, ‘যে ভয়াবহ অবস্থায় এ অবৈধ সরকার দেশকে নিয়ে গেছে তাতে দেশের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে।’
দেশব্যাপী ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে।
ফখরুল বলেন, নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার তাদের দলের নেতা-কর্মীরা মানববন্ধন এবং সারা দেশে সব জেলায় প্রতিবাদ সমাবেশ পালন করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, হাবিবুন্নবী খান সোহেল প্রমুখ এ সময় বক্তব্য দেন।