তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বুঝেছেন যে ভোট ছাড়া নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করা যায় তাহলে পেঁয়াজ ছাড়া তরকারিও রান্না করা যাবে। নির্বাচনী অভিজ্ঞতা থেকেই হয়তো তিনি এ কথা বলেছেন।’
বগুড়া শহরের সাতমাথায় সিপিবির উদ্যোগে দুই দিনব্যাপী রাজশাহী বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন, ‘আপনারা বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই দেখেছেন। তাদের দিয়ে মানুষের সংকট সমাধান সম্ভব নয়। তাই দেশ বাঁচাতে বাম বিকল্প গড়ে তুলতে হবে।’
সিপিবি রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাগীব আহসান মুন্নার সভাপতিত্বে ও বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সিরাজগঞ্জ জেলা সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, নওগাঁ জেলা সভাপতি মহসীন রেজা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, জয়পুরহাট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নাটোর জেলা সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী প্রমুখ।
এর আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ উদ্বোধনী মঞ্চে গণসংঙ্গীত পরিবেশন করে।