আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আগামী সাধারণ নির্বাচন নিয়ে কাউকে সংলাপে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই।
তিনি বলেন, কাউকে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই (সংলাপে যোগ দিতে) এবং কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংলাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে সংকট সমাধান সম্ভব নয় বলে কথিত অভিযোগের একদিন পর এই মন্তব্য এলো।
আমু বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় আগামী সাধারণ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমির হোসেন আমু’র বক্তব্যটি ব্যক্তিগত: তথ্যমন্ত্রী
তিনি আরও বলেন, ‘আজ সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হবে। এটা দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির অনুমতি দিতে পারে না।’
আমু বলেন, ২০১৩ সাল থেকে নির্বাচন নিয়ে বারবার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আলোচনার বিষয়ে কাউকে বলা হয়নি। কাউকেই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।’
মঙ্গলবার আমু দাবি করে বলেন, বিএনপি ২০১৩ সালে সংলাপে পরাজয় মেনে নেয় এবং তারপর ২০১৪ সালের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সরকারের আলোচনার ইঙ্গিত আমির হোসেন আমু’র
জামায়াতের বিক্ষোভ সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী