বর্তমান সরকারের পদত্যাগে চলমান আন্দোলনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীর কাকরাইল ও পল্টন এলাকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি।
বুধবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবং দলের আইনজীবী ও যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ।
আব্দুল ওয়াহাব মিনার বলেন, বর্তমান ইসি রাজনৈতিক সমঝোতা ছাড়াই নির্বিচারে নির্বাচনের তফসিল ঘোষণা করে জনগণ ও গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগের নির্বাচনী শাসনামলের মতোই ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে বর্তমান ইসি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর ক্রমাগত দমন-পীড়ন ভয় ও ভীতির পরিবেশ তৈরি করে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক মেজাজ অনুধাবন করতে ব্যর্থ হয়েছে ইসি। জনগণ এবার কোনো একদলীয় নির্বাচন হতে দেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরও পড়ুন: একতরফা তফসিল ঘোষণা জাতির সঙ্গে ইসির চরম উপহাস ও প্রহসন: এবি পার্টি
বেআইনি গ্রেপ্তার বন্ধ করুন, রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দিন: এবি পার্টি