সব রাজনৈতিক বন্দির মুক্তি দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর বিজয় ৭১ চত্বরে দেশব্যাপী অবরোধের সঙ্গে সংহতি জানিয়ে আয়োজিত প্রতীকী অনশনে এ দাবি জানানো হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ২৮ অক্টোবরের ঘটনা এই ‘স্বৈরাচারী’ সরকারের পূর্ব পরিকল্পিত নাশকতা।
তিনি বলেন, ‘হাজার হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে বেআইনিভাবে গ্রেপ্তার করা আসন্ন নির্বাচনকে ক্ষুণ্ন করার একটি সুস্পষ্ট প্রয়াস। বর্তমানে আমাদের কারাগারগুলোয় তিলমাত্র ধারণক্ষমতা নেই, তারপরও প্রতিনিয়ত রাতে গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইসি নির্বাচনের তফসিল ঘোষণার চেষ্টা করলে, জাতি তা প্রত্যাখ্যান করবে এবং এই সাজানো নির্বাচন কমিশনের সদস্যদের বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করবে।’
আরও পড়ুন: ইসির সংলাপ প্রত্যাখান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
গণফোরামের সভাপতির পদ ও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন ড. কামাল