বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিগত ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে যা দেখিয়েছে, আমি এর নাম দিয়েছি ভোট চুরির প্রকল্প। নির্বাচনে জিততে এই ভোট চুরির প্রকল্পই তার একমাত্র ভরসা।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ উপলক্ষে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে (বঙ্গবন্ধু স্কয়ার) অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গু, বন্যা, গুম, খুন যা কিছু হচ্ছে সবই কি গুজব: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, শেখ হাসিনার এই ভোট চুরির প্রকল্পে দুর্নীতিবাজ দলীয় কিছু কর্মকর্তা আছেন, আছেন দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্নীতিবাজ পুলিশ ও দুর্বৃত্ত ব্যবসায়ী।
এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জীবনের বিনিময়ে হলেও ভোটচোরদের প্রতিরোধ করতে হবে।
আমির খসরু বলেন, এই সরকারকে আমেরিকা ভিসা স্যাংশন দিয়েছে তাতেই তাদের কম্পন শুরু হয়ে গেছে। এরপর বাংলাদেশের মানুষের যে ভিসানীতি আসবে সেটি আরও কঠিন হবে। এখানে মাফ পাওয়ার সুযোগ নাই।
আরও পড়ুন: দেশে গণতান্ত্রিক চর্চা না থাকায় আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে: আমির খসরু