জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত দ্বারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন।’
বৃহস্পতিবার রাজধানীর বনানীর দলের চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিলের প্রস্তুতি সভায় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের এসব কথা বলেন।
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে ইসির সিদ্ধান্তকে প্রত্যাখান করে তিনি বলেন, দেশের অশিক্ষিত ও কম শিক্ষিত মানুষ এখনও প্রার্থীদের নাম পড়তে পারে না, সাধারণ মানুষ নির্বাচনে প্রার্থীর প্রতীক দেখে ভোট দেয়।
জাতীয় পার্টির প্রধান বলেছেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করে ইভিএম হলো ভোট জালিয়াতির যন্ত্র। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার চায় না।’
এমন বাস্তবতায় সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, ‘সাধারণ মানুষ মনে করে যে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে ইসি।’
এর আগে নির্বাচন কমিশন আগামী বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে প্রচলিত ব্যালটের পাশাপাশি সংসদীয় মোট ৩০০ আসনের ১৫০টিতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
বুধবার রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে রবিউলের মৃত্যুর তদন্ত করতে হবে: জিএম কাদের