আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে বিরোধী দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অস্তিত্ব সংকটে পড়বে বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আশা প্রকাশ করে কাদের বলেন, বিএনপি টিকে থাকতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: দেশ নয়, বিএনপিই খারাপ সময় পার করছে: ওবায়দুল কাদের
‘দেশে গণতন্ত্র নেই’ মির্জা ফখরুলের এমন মন্তব্য প্রত্যাখ্যান করে কাদের বলেন,গত নির্বাচনে নির্বাচিত হয়েও কেন তিনি সংসদে অংশ নেননি?
ওবায়দুল কাদের বলেন,আওয়ামী লীগ দেশে একটি শক্তিশালী বিরোধী দল চায় এবং আগামী নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে স্বাগত জানায়।
তিনি বলেন, বিএনপি শেষ মুহুর্তে নির্বাচনে আসবে, কারণ দলকে টিকে থাকতে হবে।
আরও পড়ুন: বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না সরকার: ওবায়দুল কাদের