মঙ্গলবার বোয়ালমারী পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল ফরিদপুর শহরের বদরপুর এলাকার সালাম মন্ডলের ছেলে। তিনি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপ-সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত।
জুয়েলের ভাই বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তার অপর ভাই রুবেল ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার বরকত ও রুবেলকে গত ৭ জুন আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। তারা বর্তমানে মানি লন্ডারিং মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘মঙ্গলবার বিকালে বোয়ালমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জুয়েলকে। জেলা আওয়ামী লীগ সভাপতির বাসায় হামলার মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।’
গত ১৬ মে রাতে শহরের মোল্লাবাড়ি সড়কে অবস্থিত সুবল চন্দ্র সাহার যমুনা ভবনে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুবল সাহা ১৮ মে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। গত ৭ জুন রাতে পুলিশ এ মামলার আসামি হিসেবে বরকত-রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।