ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিতে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু সংখ্যক মানুষ আহত হয়েছেন। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় মাতুয়াইল, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
শনিবার ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের জন্য ঢাকার বিভিন্ন প্রবেশপথে জড়ো হলে ধোলাইখাল, উত্তরা, মাতুয়াইল, রায়েরবাগ ও গাবতলী এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের আটক করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন প্রবেশপথে জড়ো হয়।
বেলা ১১টার দিকে পুরান ঢাকার ধোলাইখালে বিএনপির কয়েক’ নেতা-কর্মী সড়কের একপাশে জড়ো হন। তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন।
আরও পড়ুন: সংঘর্ষের পর গয়েশ্বর ও আমানসহ বিএনপির নেতা-কর্মীদের আটক করেছে পুলিশ