বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী আরেকটি সড়ক-রেল-নৌপথ অবরোধ চলছে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে ৩৬ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা এটি ১১ দফায় অবরোধ কর্মসূচি। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে বুধবার সন্ধ্যা ৬টায়।
উত্তেজনা ও অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও ঢাকার সড়কে গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে বিএনপির ৩৬ ঘণ্টার অবরোধ
এদিকে সোমবার রাতে রাজধানীর টিকাটুলি ও মোহাম্মদপুর এলাকায় দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের সড়কে টহল দিতে দেখা গেছে এবং ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের মোতায়েন করা হয়েছে।
গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন অবরোধের আওতা বহির্ভূত থাকবে।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো অবরোধ কর্মসূচি পালন করে আসছে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ: র্যাবের ৪১৮ টহল দল মোতায়েন
২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস