রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বলেন, ‘গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে অসুস্থ হয়ে পড়া স্যারকে (মওদুদ) নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আরও পড়ুন: করোনা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা নজরুল
তিনি বলেন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে থাকায় বিএনপি নেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে। দুই-তিন দিনের মধ্যে চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারেন।
মমিনুর রহমান জানান, হাসপাতালে মওদুদের করোনাভাইরাস পরীক্ষা করা হলেও তাতে ফলাফল নেগেটিভ এসেছে।
দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন বলে জানান মমিনুর রহমান।
আরও পড়ুন: দেশে একদলীয় শাসন চলছে: মওদুদ
বিএনপি নেতা রিজভীর অ্যানজিওপ্লাস্টি সম্পন্ন