আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি শক্তি বন্ধু ও উন্নয়ন সহযোগী হতে পারে কিন্তু কোনো নির্বাচনে জয় নিশ্চিত করতে পারে না।
তিনি বলেন, ‘আমরা কারও দিকে তাকিয়ে নেই। আমরা বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছি। বিদেশি শক্তিগুলো বন্ধু হতে পারে, উন্নয়ন সহযোগী হতে পারে কিন্তু আমরা এমন অদ্ভুতভাবে ভাবি না যে তারা আমাদের ক্ষমতায় বসাবে।’
রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি ৬-এর কার্যক্রম শুরু: অগ্রগতি, সম্ভাবনা ও অন্যান্য’- শীর্ষক ব্র্যান্ডিং সেমিনারে যোগ দেওয়ার পর আসন্ন মোদি-বাইডেন বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে অভিযোগ করতে যান। মির্জা ফখরুল জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করতেও পারেননি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমন্ত্রণ পেলে তবেই দূতাবাসে যায়। আমরা দেশের বিরুদ্ধে অভিযোগ করার রাজনীতি করি না।’
স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের আগ্রহ কম কেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ৫০ শতাংশ, বরিশাল ও খুলনায় ৪০-৪৫ শতাংশ ভোটার ছিল। তাহলে কম বলবেন কিভাবে? বিশ্বের অনেক উন্নত দেশে ৩০ শতাংশ ভোটারও নেই।’
তিনি আরও বলেন, বিএনপি ২০১৩-১৪ সালের ঘটনার পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ফখরুলকে ক্ষমা চাইতে হবে: ওবায়দুল কাদের