খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এই আদেশ দেন।
খালেদার অসুস্থতার কারণে সময় আবেদন করা হয়েছিল বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ তালুকদার।
এর আগে, গত ২০ আগস্ট বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করে।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৯ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়।
ওই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তবে ১৬ আসামির মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া এবং পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এ আর ওসমানী ইতোমধ্যে মারা গেছেন।