আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে নির্বাচন বিএনপি বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছে।
রবিবার (৭ জানুয়ারি) জাতীয় নির্বাচনে ভোট শেষে রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে সাংবদিকদের এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: বিএনপি শর্ত প্রত্যাহার করলে সরকার সংলাপের বিষয়ে বিবেচনা করবে: ওবায়দুল কাদের
কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচন প্রতিহত করতে তারা অগ্নিসন্ত্রাস করেছে, কিন্তু ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে উৎসবমুখর নির্বাচনে আওয়ামী লীগকে ব্যাপক সমর্থন দিয়েছে।
তিনি বলেন, আপনারা জানেন- প্রধান নির্বাচন কমিশন ইতোমধ্যে বলেছেন ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে। এছাড়া ৭ জানুয়ারি নিঃসন্দেহ গণতন্ত্রের বিজয়ের দিন এবং জনগণের বিজয়।
আরও পড়ুন: ১০ ডিসেম্বর আ. লীগের সমাবেশের অনুমতি দেয়নি ইসি: ওবায়দুল কাদের
কাদের আরও বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলো বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়।
ওবায়দুল কাদের বলেন, জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীদের ভোট দিয়েছে। ভোট প্রদানে কোনো প্রকার ভয়-ভীতি বা হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।
আরও পড়ুন: জাতিসংঘের কোনো কার্যকারিতা বাস্তবে নেই : ওবায়দুল কাদের