রবিবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবির দৌলতপুর উপজেলার ৬ শতাধিক পরিবারের জন্য নেতাকর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও দুটি সাবান রয়েছে।
এস এ জিন্নাহ কবির বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাদের মাধ্যমে দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দৌলতপুর উপজেলার ৬০০ দুস্থ্য পরিবারের জন্য ত্রাণ দেয়া হয়েছে।’
এর আগে জেলার ঘিওর ও শিবালয় উপজেলায়ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েঝে জানিয়ে তিনি বলেন, সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনেই খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে।
এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ গোলাপ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ হারেজসহ জেলা, উপজেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।