ঋণখেলাপি হিসেবে মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্প ধারা বাংলাদেশের (বিডিবি) ভাইস চেয়ারম্যান মাহী বি চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুজাফর রিপন জানান, তিনি এ আসনের বর্তমান এমপি এবং বাংলাদেশ ব্যাংকের একটি তালিকায় তার নাম ঋণ খেলাপি হিসেবে পাওয়া গেছে।
তবে মাহীর পক্ষে গাজী শহীদুল্লাহ ঝিলু বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা।
এদিকে, এ আসন থেকে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরসহ আরও দুইজনের মনোনয়নপত্রও বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
এ আসন থেকে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও তৃণমূল বিএনপির প্রার্থী অন্তরা সেলিমা হুদাসহ ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল