বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২৬ আগস্ট) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।
এসময় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন এবং যুক্তরাজ্যে অর্থ পাচারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের ফলাফল সম্পর্কে আমীর খসরু সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারের কত দ্রুত ক্ষমতায় আসা সম্ভব, সে বিষয়টি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছেন।’
দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
পাচার হওয়া অর্থের বিপুল পরিমাণ যুক্তরাজ্যে পাচার হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, পাচার করা অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের ভূমিকা ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
বিএনপি নেতারা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনে হতাহতের পাশাপাশি গত ১৫ থেকে ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন-হয়রানি এবং এ সময়ে দায়ের করা মিথ্যা মামলা সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন।
আমীর খসরু বলেন, এ সময় বিচারের বিষয়টিও আলোচনায় আসে। তারা (যুক্তরাজ্য) দেশের ন্যায়বিচারের বিষয়টি জানতে চেয়েছে।
যুক্তরাজ্যের হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক বার্তায় জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
এতে বলা হয়, তারা জাতীয় সমঝোতা এবং বাংলাদেশের জনগণের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের শান্তিপূর্ণ পথ তৈরি নিয়ে আলোচনা করেছেন।