যুগপৎ সরকারবিরোধী আন্দোলনে জড়িত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করতে সাত সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন- দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গত ২৪ ডিসেম্বর ঢাকা ও রংপুর ছাড়া সারাদেশে গণ-মিছিলের মাধ্যমে একযোগে আন্দোলন শুরু করে বিএনপি।
এর আগে ১০ ডিসেম্বর দলটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১০ দফা দাবি ঘোষণা করে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১
এদিকে, যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপির সঙ্গে সমন্বয় করতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পাঁচ সদস্যের একটি লিয়াজোঁ কমিটিও গঠন করেছে।
এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদকে আহ্বায়ক এবং দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন- নিয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল ও মাহবুব মোর্শেদ।
আরও পড়ুন: রাজনৈতিক, অর্থনৈতিক সংকট মোকাবিলায় আ.লীগ সরকারকে 'অবশ্যই' ক্ষমতাচ্যুত করতে হবে: মোশাররফ