তিনি বলেন, ‘অবক্ষয় দূর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি। গণমানুষের আস্থা অর্জন করেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা। প্রমাণ হবে জাতীয় পার্টিই গণমানুষের স্বার্থ সংরক্ষণে রাজনীতি করছে।’
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক রিপোর্ট প্রদান উপলক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।
এসময় কাদের তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দপ্তর এম এ রাজ্জাক খান, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সম্মতিক্রমে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আগামী ১৩ নভেম্বর (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। একই দিনে দ্বিতীয় অধিবেশন (ভোট গ্রহণ) অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে।
সম্মেলনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যরা হলেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোস্তাকুর রহমান মোস্তাক ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা গোলাম মোহাম্মদ রাজু।