দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে মানুষ বিকল্প শক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, ‘জনগণ তাদের মুক্তির জন্য জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করে।’
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তার ৭৫তম জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়মকালে এসব কথা বলেন জিএম কাদের।
আরও পড়ুন: দেশে এখন নির্বাচন মানে খুন ও আতঙ্ক: জিএম কাদের
তিনি বলেন, বিশ্ব রাজনীতির পরিবর্তেন ঢেউ বাংলাদেশেও পড়েছে। দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চায়।
জাতীয় পার্টির প্রধান বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাদের দল রাজনীতি করছে।
তিনি বলেন, জাতীয় পার্টির ওপর আস্থা থাকায় দলটি থেকে অনেক প্রত্যাশা করে মানুষ।
জিএম কাদের বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের উন্নয়ন নিশ্চিতে জাতীয় পার্টি তাদের সংগ্রাম চালিয়ে যাবে।
আরও পড়ুন: নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান ফখরুলের