তিনি বলেন, ‘সরকার যদি মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রাজাকারের তালিকা করত তাহলে কোনো ধরনের অভিযোগ থাকত না। এই রাজাকারের তালিকা সরকারের ষড়যন্ত্রের অংশ এবং সরকারের মনগড়া।’
বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর কাজীর দেউরী মোড়ে বিজয় দিবসের র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান এ কথা বলেন।
বিএনপি নেতা অভিযোগ করেন, বিএনপিকে যথাসময়ে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে দিচ্ছে না সরকার। ‘আমরা আশা করেছিলাম প্রশাসন নিরপেক্ষ না হলেও মানবিক হবে, কিন্তু এটা হয়নি। ৩০ ডিসেম্বরের নির্বাচন যেমন ২৯ তারিখ হয়ে গেছে, ঠিক তেমনি আজকে বিজয় দিবসও ১৬ তারিখের পরিবর্তে ১৭ তারিখে পালন করতে হচ্ছে আমাদের। এটা আমাদের নয়, জাতীয় লজ্জার বিষয়,’ বলেন তিনি।
‘আজকে যদি বিজয় দিবসের র্যালি বিজয় দিবসের দিন করার অনুমতি দিতেন, তাহলে সকলের সাথে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করা যেতো। বিজয় দিবস কোনো একক দলের নয়,’ বলেন নোমান।
এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাগার থেকে মুক্তি দাবি করে তিনি বলেন, ‘যতদিন খালেদা জিয়া মুক্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকবে। দেশনেত্রীকে জেলে রেখে দেশের সংকট দূর হবে না।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পরিচালনায় বিজয় দিবসের সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা প্রমুখ।