নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধান বিরোধী দল বিএনপি, এর সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলো যারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেয় তারা শনিবার দেশের সব বিভাগের শহরে সমাবেশ করবে।
বিদ্যুত, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলগুলোর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা' মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করাই মূলত এই কর্মসূচির উদ্দেশ্য।
এটি হবে যুগপৎ আন্দোলনের ১০তম কর্মসূচি যা ডিসেম্বরে একসঙ্গে শুরু করে। বিএনপির সর্বশেষ বিভাগীয় পর্যায়ের দশটি স্থানে অত্যন্ত সফল সমাবেশ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটেছিল। ১১ মার্চ ঢাকাসহ দেশের সব জেলা শহর ও ১৩টি সাংগঠনিক বিভাগীয় শহরে পালিত মানববন্ধন কর্মসূচি থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএনপির অন্য সব মহানগর ইউনিটও একই ধরনের কর্মসূচির আয়োজন করবে স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, পেশাজীবী গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট, বাম গণতান্ত্রিক ঐক্য ও এলডিপিও বেলা ১১-১২টা ও ৩টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক সমাবেশ করবে। .
গত বছরের ডিসেম্বরে বিএনপি ও সমমনা দল ও জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের অভিন্ন লক্ষ্যে যুগপৎ আন্দোলন শুরু করে।
এ পর্যন্ত তারা ১০ দফা দাবি আদায়ে দেশের সব ইউনিয়ন, জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।
এছাড়া গত ২৮ জানুয়ারি থেকে রাজধানীর পাঁচটি এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা।