আগামী সাধারণ নির্বাচনের তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিয়ে 'যুগপৎ' আন্দোলনে কল্যাণ পার্টির সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে বিএনপি।
রবিবার ঐক্যবদ্ধ সরকারবিরোধী আন্দোলনের পদক্ষেপের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে প্রথম বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে দলটি।
আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আলোচনার মাধ্যমে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি যে, আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করে আন্দোলন শুরু করব। যে দাবিতে আমরা আন্দোলন শুরু করব সে বিষয়েও আমরা একমত হয়েছি।’
তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের মতো বিষয়ে তারা একমত হয়েছেন।
আরও পড়ুন: অচিরেই দেশব্যাপী সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে: মির্জা ফখরুল
বিএনপি নেতা বলেন, খালেদা জিয়াসহ অন্য সব বিরোধী দলের নেতাদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারসহ আরও কিছু বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বলেন, ‘একযোগে’ আন্দোলন শুরু করার বিষয়ে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ‘তবে আমরা আন্দোলন শুরুর সঠিক তারিখ প্রকাশ না করতে রাজি হয়েছি।’
তিনি বলেন, মূলত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী সরকারবিরোধী আন্দোলনে চমক থাকবে।
মুক্তিযোদ্ধা ও সাবেক সামরিক কর্মকর্তা ইব্রাহিম বলেন, তিনি বিশ্বাস করেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরেকটি যুদ্ধ। ‘আমরা একসঙ্গে এই যুদ্ধে লড়ব এবং বিজয়ী হব। এই যুদ্ধে জয়ী হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
দ্বিতীয় দফা সংলাপের কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, প্রথম পর্যায়ের সংলাপে তারা জাতীয় ঐক্য গড়তে এবং যুগপৎ আন্দোলন শুরু করতে নীতিগতভাবে একমত হয়েছেন। ‘দ্বিতীয় দফা সংলাপে আমরা যেসব বিষয় ও দাবি নিয়ে আন্দোলন করব সে বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি।’
দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিমের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খানের সঙ্গে আলোচনায় যোগ দেন।
কল্যাণ পার্টির প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব আবদুল আউয়াল মামুন, কেন্দ্রীয় নেতা নুরুল কবির পিন্টু, আবদুল্লাহ আল হাসান সাকিব, রাশেদ ফেরদৌস, মাহবুবুর রহমান শামীম, জামাল হোসেন, আবু হানিফ ও আবু ইউসুফ।
এর আগে, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার 'পুনরুদ্ধার' করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করার রূপরেখা তৈরি করতে গত ২৪ মে থেকে শুরু হওয়া সংলাপের প্রথম পর্বে বিএনপি ২৩টি দলের সঙ্গে আলোচনা করেছিল।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য হাস্যকর: মির্জা ফখরুল
মির্জা ফখরুলের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা