বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আইন ও বিচার বিভাগের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তবে তাদের এটি সমাধান করতে হবে। আমরা দল হিসেবে মন্তব্য করব না।’
তবে আওয়ামী লীগ বিষয়টি খতিয়ে দেখছে এবং কোনো বিচ্যুতি পেলে ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক কাদের।
তিনি বলেন, ‘অপরাধী যদি আমাদের দলের হয় তবে আমরা বিব্রত বোধ করার পরিবর্তে পদক্ষেপ নিয়েছি। আমরা এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নেব। অপরাধীরা নজরদারিতে রয়েছে এবং তাদের রেহাই দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন।’
পিরোজপুরের বিচারপতির স্ট্যান্ড রিলিজ নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে সড়ক পরিবতন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এটা আইন ও বিচার বিভাগের বিষয়। এখানে আমাদের কিছু করার নেই।’
প্রসঙ্গত, পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান গত মঙ্গলবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম আওয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিনাদেশ স্থগিত করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এমন আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই বিচারক মান্নাকে স্ট্যান্ডি রিলিজ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়।