অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি রবিবারের বদলে আগামী ১৫ নভেম্বর বাদ আছর রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।
দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভোগা এ বীর মুক্তিযোদ্ধা ৪ নভেম্বর নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে মারা যান।
তার লাশ ৭ নভেম্বর সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে এনে সন্ধ্যায় বাদ মাগরিব যথাযথ রাষ্ট্রীয় মার্যাদায় জুরাইন কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী, মরহুমের শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনদের কুলখানিতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য খোকা স্ত্রী ইসমত আরা, মেয়ে শারিকা সাদেক এবং ছেলে ইশরাক ও ইশফাক হোসেনকে রেখে গেছেন।