সিলেট, ০৪ নভেম্বর (ইউএনবি)- সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গয়াছ মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউপির ব্রাহ্মণগ্রাম গ্রামের সফিক উল্লার ছেলে।
ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন জানান, থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।