বিপ্লব বড়ুয়া ফেসবুক পোস্টে বলেন, মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে সকালে স্ট্রোকের কারণে নাসিমের অবস্থার অবনতি ঘটে।
শুক্রবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও সিইও ইমরান চৌধুরী জানান, আওয়ামী লীগের এ নেতা ভোর পৌনে ৫টায় ব্রেইন স্ট্রোক করেন এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রবিউল হকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার চলে বলে জানান ইমরান চৌধুরী।
বৃহস্পতিবারও নাসিমের অবস্থা ভালো ছিল। নিজে হাঁটাচলা করেছেন। আইসিইউ থেকে আজ সকাল ১০টায় কেবিনে নেয়ার কথা ছিল।
গত ২ জুন অসুস্থ হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম। হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হলে ওই দিন রাতেই তার প্রতিবেদন পজেটিভ পাওয়া যায়।