ভারত শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের সঙ্গে দুশমনি শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘বাংলাদেশ অন্য কোনো দেশ কিংবা অন্য কোনো শক্তির কাছে মাথা নত করবে না।’
শনিবার (৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, রাজনীতিতে পরিবর্তন দরকার। তারও আগে দরকার ভালো মানুষ হওয়া। এছাড়া ভালো মানুষ সংসদে গেলে ভালো সরকার গঠন হবে। তাহলেই মানুষ সুশাসন পাবে। ৫ আগস্টের আগের পরের রাজনীতি সম্পূর্ণ আলাদা। মানুষ এখন দুর্বৃত্তপনা ও চাঁদাবাজি পছন্দ করে না। এ ধরনের রাজনীতি শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, রাজনীতিতে পরিবর্তন ও সংস্কার দরকার। দেশে সংকট চলছে। তবে সংকট উত্তরণের পথ হচ্ছে নির্বাচন।
আসাদুজ্জামান রিপন নিজের সম্পর্কে বলেন, কখনও এমপি হলে আমার সঙ্গে আপনাদের ঢাকায় গিয়ে দেখা করতে হবে না। গ্রামে এসে আপনাদের সঙ্গে দেখা করব। এমপি হলে ব্যবসা কিংবা অন্য কিছু করা যাবে না।
আরও পড়ুন: আজ হোক বা কাল, রাজনীতিবিদরাই দেশ চালাবে: উপদেষ্টা
তিনি বলেন, আজ আমি কোনো মোটরসাইকেলের বহর নিয়ে আসিনি। আমি হারামের রাস্তায় চলি না। হালালের পথে প্রতিষ্ঠিত হতে চাই। আমি ব্যানার পোস্টারের রাজনীতিতে বিশ্বাস করি না।
উপজেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বেপারী।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য দেন বিশেষ অতিথি তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সহকারী পিপি ওয়াহিদুজ্জামান টিটু, উপজেলা বিএনপির সদস্য মহসীন মোড়ল, কামাল হোসেন প্রমুখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী থেকে ইউপি সদস্য পর্যন্ত সবার জবাবদিহিতা চান তারেক