জয়পুরহাটে শহরের রেলস্টেশন রোড এলাকা থেকে শনিবার ভোরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মোটরসাইকেলসহ চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
তারা হলেন- স্বপন কুমার দাস ওরফে সেবা (৩৫) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান ওরফে অভি (২২)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে শনিবার ভোরে র্শীষ সন্ত্রাসী- সেবা কুমার দাস কয়েকজন সহযোগীসহ জয়পুরহাট শহরের রেলস্টেশন রোড এলাকায় অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে র্যাব সদস্যরা সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাইন্ড গুলি, ম্যাগাজিন ও মোটরসাইকেলসহ সেবা কুমার দাস ও রাব্বী হাসানকে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে কয়েক বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
সেবা কুমার দাস চরমপন্থী কাদামাটি গ্রুপের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও অস্ত্রসহ প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।