আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়াপল্টন।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে নয়াপল্টনে বিএনপির নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সংঘর্ষের পর কর্মসূচির মাঝপথে বিএনপির মহাসমাবেশ স্থগিত করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চ ও নয়াপল্টনের দলীয় কার্যালয় ত্যাগ করেন।
এদিকে মঞ্চ ছাড়ার আগে ফখরুল রবিবার (২৮ অক্টোবর) সারাদেশে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দেন।
বিএনপি নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করায় তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বলে জানা গেছে।
এদিকে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ধাওয়ায় নয়াপল্টনের বিভিন্ন গলি-গলিতে অবস্থান নিয়ে পুলিশ ও অন্যদের লক্ষ্য করে ইটপাটকেল, পাথর ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে।
আরও পড়ুন: সালথায় রণক্ষেত্র: নিহত এক, আটক ৩
রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা: ডিবি