শুক্রবার আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- রমজান আলী (৪৫), ইউনুস আলী (৫১), কাজী শিলন (৩৫), আশরাফুল আলম (৫২), আলমাস হোসেন (২২), রফিকুল ইসলাম (৫০), সোহাগ কবির (২২) ও এবিএম মাহবুবুর রহমান (৪৫)। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এ চক্রের মূল হোতা।
র্যাব জানায়, আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবন ভাড়া নিয়ে নিরীহ মানুষকে টেলিভিশন পত্রিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন চক্রের প্রধান এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী। পরে ভুক্তভোগীদের অভিযোগের পর বিষয়টির সত্যতা পায় র্যাব।
তারা জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে এই কাজে জড়িত ৮ জনকে আটক করা হয়। এসময় র্যবের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী কৌশলে পালিয়ে যায়। সারা দেশের মোট ৫৬৩ জনকে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্রটি।
এ বিষয়ে র্যাব-৪ এর সিনিয়র এএসপি উনু মং বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রতারক চক্রের প্রধান এস ডিজি তফিকুল আলম সবুজ শাহীকে আটকের চেষ্টা চলছে।