নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় ফারুক (৩০) নামে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। আড়াইহাজার উপজেলা পৌরসভার বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক তার বাড়ি থেকে রাস্তার পাশে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ করে চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সঙ্গে চাপা দেয়। এতে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রাকচাপায় আম ব্যবসায়ী নিহত
এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ১ জন নিহত, ৬টি গরুর মৃত্যু