চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে কাওছার আলি নামে এক ইজিবাইক চালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় তার কাছ থেকে দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবির সদস্যরা। বার দুইটির ওজন ২৩২ গ্রাম। দাম আনুমানিক ২২ লাখ টাকা।
আরও পড়ুন: প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই, এসআইসহ আটক ২
বুধবার সাড়ে ১০টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহলদল স্থানীয় সীমান্তের কুতুবপুর পাকা রাস্তার কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক কাওছার আলি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কুদ্দুস আলির ছেলে কাওছার আলি।
বিজিবি জানায়, সীমান্তের কাছে কাওছার ইজিবাইক নিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটক আসামিকে থানায় সোপর্দ করে স্বর্ণেরবার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এঘটনায় বিজিবির টহল হাবিলদার মুন্সি মজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ‘স্বর্ণের সন্ধান পাওয়া’ রাণীশংকৈলের ইটভাটা এলাকায় ১৪৪ ধারা
প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত, রিমান্ড মঞ্জুর