বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম মামুনুর রহামানের নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষককে হত্যার হুমকি: পদ হারালেন ইবির সহকারী প্রক্টর
ইবির আল-ফিকহ ও আইন বিভাগের সহকারী অধ্যাপক এম আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেয়া ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এমএম নাসিমুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করতে এ কমিটি করে দেন ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর নামে বানান ভুল: ইবি রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ইবির প্রক্টর অধ্যাপক এম জাহাঙ্গীর হোসেন এবং আইন বিভাগের অধ্যাপক রেবা মন্ডল। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: নতুন প্রক্টর পেল ইবি
ইউএনবির সাথে আলাপকালে ইবি উপাচার্য বলেন, তদন্ত কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মঙ্গলবার এমএম নাসিমুজ্জামানকে সহকারী প্রক্টর পদ থেকে অপসারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইবিতে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলিস্থলে কর্মকর্তাদের সংঘর্ষ
গত ১ জানুয়ারি দুপুরে নাসিমুজ্জামান শিক্ষকদের আবাসিক এলাকায় গাছ লাগানোকে কেন্দ্র করে আলতাফ হোসেনকে হুমকি ও গালি দেন বলে অভিযোগ পাওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়।
আরও পড়ুন: সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে ইবি শিক্ষকদের অসন্তোষ
এ ঘটনায় আলতাফ হোসেন শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থানায় নাসিমুজ্জামানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর ‘আত্মহত্যা’