ইলিশ মাছ ধরতে গিয়ে ভোলার তেঁতুলিয়া নদীতে পড়ে ‘কৃষ্ণচূড়া ফেরি’র এক লষ্করের নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। ভোলা-বরিশাল নৌরুটে চলাচল করে ‘কৃষ্ণচূড়া ফেরি’।
নিখোঁজ আমিরুল ইসলাম (২৫) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সালতা গ্রামের বাসিন্দা।
জানা যায়, এ ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযান শুরু করেছে। কিন্তু বিকাল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে ফেরি কৃষ্ণচূড়া লোড হচ্ছিল। লোড শেষে ফেরিটি বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফেরিতে গাড়ি লোড হওয়ার একপর্যায়ে লষ্কর আমিরুল ইসলাম ফেরির পাশ দিয়ে ভাসমান একটি ইলিশ মাছ দেখতে পান।ওই ইলিশ মাছটি উঠাতে গিয়ে ফেরি থেকে পা পিছলে নদীতে পরে যান তিনি। নদীতে তীব্র স্রোত থাকায় মুহুর্তের মধ্যে তিনি ফেরির নিচে চলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করতে ফেরিতে থাকা অন্য স্টাফরা এগিয়ে আসলেও আমিরুল পানিতে তলিয়ে যায়।
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল নিখোঁজ আমিরুলকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
ভোলা ফায়ার সার্ভিসের সদস্য মো. হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক উদ্ধার অভিযান চালায়।
তিনি বলেন, তবে ভোলায় ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে একটি ডুবুরি দল এসেছে। তারা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিআইডব্লিউটিসির ভেদুরিা-লাহারহাট ফেরি সার্ভিসের ব্যবস্থাপক (বাণিজ্য) কাওছার আহমেদ খান জানান, বিকাল পর্যন্ত নিখোঁজ আমিনুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৩
নিউজিল্যান্ডে তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবে নিহত ২, নিখোঁজ ৩