দেশব্যাপী এক দফা আন্দোলন চলাকালে রবিবার সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৩ পুলিশসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ সময় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা শহরের বড়পুল, এসএস রোড, শাহজাদপুর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।
বিকেলে একদল দুর্বৃত্ত এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন প্রান্তে।
সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। এছাড়া বেলকুচি, হাটিকুমরুল থানাসহ বিভিন্ন থানায়ও হামলা চালানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, উপজেলায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।