বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অর্থনৈতিক নীপিড়ন, রাজনৈতিক নির্যাতন এবং বিচার ব্যবস্থায় বৈষম্যের মাধ্যমে সব কিছুকে ধ্বংস করে এক ব্যক্তি, একদল, এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদ পয়দা হয়েছিল।
তিনি বলেন, ‘আমরা ১৭ বছর ইতিহাসের একটি কালো যুগ পার করেছি। আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না। আমাদের ভোটাধিকার ছিলো না। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে।’
গোলাম পরওয়ার আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের সমস্ত খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে তালা উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ৭ খাতে সংস্কার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জামায়াত সেক্রেটারি
গোলাম পরওয়ার বলেন, উনি(হাসিনা) আইন করে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করে দিলেন। আল্লাহ তায়ালা বেশি সময় দিলেন না। দাম্ভিক, অহংকারী প্রতিহিংসা পরায়ণ শাসকদের আল্লাহ হয়ত ছাড় দেন- কিন্তু একদম ছেড়ে দেন না।
তিনি বলেন, জামায়াত শিবিরের উপর হাত দেওয়ার ৭ দিনের মাথায় আল্লাহ তাকে নিষিদ্ধ করে দিলেন। কাপুরুষের মতো পালিয়ে যেখানকার মাল সেখানে ফিরে গেলেন। আর জামায়াত শিবিরকে মহান আল্লাহপাক মর্যাদায় উত্তীর্ণ করে দিলেন।
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মফিদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।