এ উপলক্ষে কুমারখালীর জিজাবাগান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে দুপুর সাড়ে ১২টায় কর্মকাণ্ড শুরু করে তিন উপজেলার বিভিন্ন ছিন্নমূল অসহায়সহ আরও সাতটি এতিমখানার প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় গ্রুপের মৃত সদস্য, অসুস্থ সদস্য, সদস্যদের মরহুম আত্মীয়-স্বজন এবং মহামারি করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
আরও পড়ুন: এতিম শিশুদের পিঠা উৎসব
করোনা প্রতিরোধে ‘আইডিয়া’র ‘ইমিউনিটি পিঠা’
‘আমরাই কিংবদন্তী’ একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে অগ্রগামী পথে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা জানান, দেশের ও বিশ্বের চলমান করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রায়াস থেকে ‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’ এই স্লোগানকে সামনে রেখে ১২ জুন ২০২০ থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান রয়েছে। যা বর্তমানে প্রতি শুক্রবার করে চলমান থাকলেও ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা।
ইতোমধ্যে ঢাকা ছাড়াও মানিকগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও নোয়াখালীতে কার্যক্রম সম্পন্ন করে আগামীতে ধারাবাহিকভাবে ‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’ কার্যক্রম চলমান রাখার প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: নড়াইলে ৭০০ এতিমের খাবারের ব্যবস্থা করলেন মাশরাফি
নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিতভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই ১৫ নভেম্বর ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে এই গ্রুপ। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। গ্রুপটি দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদানসহ নানা কর্মসূচী চলমান রেখেছে। ভবিষ্যতে এই গ্রুপের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা পৌছে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।
আয়োজনের শেষ পর্যায়ে মূল গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালীস্থ বন্ধুদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।