স্বাস্থ্যবিধি মানা ও পর্যটকদের সুরক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
আরও পড়ুন: শুভ নববর্ষ ২০২১
আজ কক্সবাজার সৈকতের লোনা জলে গা ভাসানো আর বালুকা বেলায় দাঁড়িয়ে নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানিয়েছেন হাজারো পর্যটক। তাদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে সবাই যেন করোনার ভয়াবহতা ভুলতে বসেছেন। করোনাময় পুরাতন বছরকে বিদায় জানিয়ে বালিয়াড়িতে বছরের প্রথম সূর্যোদয় অবলোকন করেছেন এসব পর্যটক।
আরও পড়ুন:মাস্ক ব্যবহার না করায় কক্সবাজারে পর্যটকদের জরিমানা
আরও পড়ুন: পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসব
পুরাতন সব দুঃসময়ের স্মৃতি ধুয়ে মুছে ২০২১ সালের উদীত সূর্যোদয়ে একটি নতুন পৃথিবী দেখার প্রত্যাশা করছেন সৈকতে আসা পর্যটকরা।
দেশে করোনার কারণে এখনও খারাপ পরিস্থিতি যাচ্ছে। সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানতে সরকারি নির্দেশনা রয়েছে। কক্সবাজারে আগত পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়ে প্রচারণা চলমান রয়েছে। যেসব পয়েন্ট দিয়ে পর্যটকরা সৈকতে নামেন সেখানে মাইকিংয়ের পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই যেন পর্যটকরা আনন্দ উপভোগ করেন সে বিষয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
আরও পড়ুন: সাভারে ভ্রমণের জায়গাগুলোতে উপচে পড়া ভিড়
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘শিশির ভেজা বালিয়াড়িতে নতুন বছরের রঙে নতুন স্বপ্নে নিজেদের রাঙিয়ে নিতে এসব পর্যটকরা এসেছেন সাগর পাড়ে। নতুন বছরে করোনামুক্ত নতুন পৃথিবী দেখার প্রত্যাশা সকলের।’