চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও একই সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। তবে কম নমুনা পরীক্ষায় সংক্রমণও কমেছে।
আগের দিন ৩০২ জন আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৫২ জন। মৃতদের মধ্যে পাঁচ জন নগরী আর উপজেলার দুজন। আক্রান্তদের মধ্যে নগরীতে ২৩৫ আর উপজেলার ১৭ জন রয়েছে।
রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৫৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৫২ জন করোনা আক্রান্ত হয়। এ নিয়ে মোট আক্রান্ত ৪৬ হাজার ৯৩৪ জন। নতুন ৭ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫৯ জনে।
এদিন ছয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হলেও তিনটিতে করোনার নমুনা পরীক্ষা হয়নি।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৩টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৭০ জন।
আরও পড়ুন: পুলিশের সাথে অপ্রীতিকর ঘটনা: চট্টগ্রাম বন্দরে ২ ঘণ্টা পণ্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন ও ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৫ জনের।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫৪ নমুনা পরীক্ষায় ২ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫৩ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮৮ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৪ জনের নমুনায় ১৯ জনের করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: তারাবিহকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষ, ৫ মুসল্লি আটক
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
আরও পড়ুন: করোনাভাইরাস: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪১৭