করোনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামালের মৃত্যু হয়েছে। তিনি চমেকে হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিএসবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান বলে নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন কবরী
জানা গেছে, চট্টগ্রামে যে কয়কজন হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্ট ছিলেন তাদের মধ্যে এসএম মোস্তফা কামাল একজন। তিনি বেসরকারি ইউএসটিসি হাসপাতালের বিভাগীয় প্রধানও ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, করোনা আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা বিএসবি হাসপাতালে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।