বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: করোনায় দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৭৮৫
সংশ্লিষ্টরা জানান, আব্দুল হাকিমের কয়েক দিন আগে করোনা নেগেটিভ হলেও তার অবস্থার উন্নতি হচ্ছিল না। বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া জেলায় নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ার একটি পিসিআর ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। একই সাথে সুস্থ হয়েছেন ২৪ জন।
আরও পড়ুন: বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮৮ মিলিয়ন
সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ফজলে রহমান (৬৮) কলারোয়া উপজেলার বাটরা গ্রামের রহমাতুল্লাহ সানার ছেলে।
আরও পড়ুন: চসিক প্রশাসক সুজন সস্ত্রীক করোনা আক্রান্ত
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে অন্তত ১৪২ জন মারা গেছেন। আর করোনায় মারা গেছেন ৩২ জন।
হাসপাতাল সূত্র জানায় যে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৪ জানুয়ারি বৃদ্ধ ফজলে রহমান হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। ভর্তির পরপরই তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।