মঙ্গলবার রাতে নগরীর পুলিশ লাইন্স থেকে করোনা নিয়ে পুলিশ সুপারের লেখা গানটি পুলিশ সদস্যদের মাধ্যমে একটি সঙ্গীত শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লা জেলা পুলিশের ফেসবুক আইডিতে ব্যতিক্রমধর্মী প্রচারণাটি সরাসরি সম্প্রচার হওয়ায় মুহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। অনেকে স্বেচ্ছায় পুলিশের এ ধরণের প্রচারণাকে ফেসবুকে প্রচার করে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।
মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা নগরীর পুলিশ লাইন থেকে ফৌজদারী মোড়, আদালত সড়ক, পুরাতন চৌধুরীপাড়া, মোগলটুলী, গাংচর, রাজগঞ্জ, কান্দিরপাড় ও ঝাউতলাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গান পরিবেশন করা হয়।
এসময় গানের সুরে ঘর থেকে বের হয়ে আসা জনগণকে ঘরে থাকার অনুরোধ জানান পুলিশ সদস্যরা। অনেকে আবার বেলকনি বা জানালা দিয়ে হাত নেড়ে স্বাগত জানান।
জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।