গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন চার জন।
মঙ্গলবার কুমিল্লার সিভিল সার্জন ডা. মোবারক হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩৯ জনই সিটি করপোরেশনের। মৃত্যু হয়েছে চার জনের। এই চার জনই পুরুষ। তাদের বয়স ৫০ থেকে ৬৫ বছরের মধ্যে।
আরও পড়ুন: করোনা স্বাভাবিক না হলে গুচ্ছে ভর্তি পরীক্ষা নয়, শিগগিরই নতুন সিদ্ধান্ত
তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ২৫৯ জনে, মোট মৃত্যু ৪৯৩ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৮৫ জন।
সারাদেশের পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছে, এর আগে রবিবার (৪ জুলাই) দেশে ১৫৩ জনের প্রাণহানি হয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসে একদিনে সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন আক্রান্ত হয়েছেন। এর আগে ৩০ জুন ৮ হাজার ৮২২ আক্রান্ত হয়েছিল। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ২৯.৩০ শতাংশ।
আরও পড়ুন: নাটোরে করোনায় নতুন শনাক্ত ১৮৩
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।