সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্ছ আট জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৭১ জন।
আরও পড়ুন:করোনা মোকাবিলা: বাংলাদেশকে আরও ১১.৪ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
এ নিয়ে জেলায় করোনা ও উপসর্গে ১৩৭ জন মারা গেছে। নতুন শনাক্তদের নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৩৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ৩৩৭ জন।
আরও পড়ুন: সিলেটে করোনা শনাক্ত ৫৯১, মৃত্যু ৭
সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে।