বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে নতুন ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু
এছাড়া বিভাগে একই সময়ে নতুন করে ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান, নতুন শনাক্তের মধ্যে বরিশালের ২৫৩ জন, পটুয়াখালীতে ১৩৭, ভোলার ৮৭, পিরোজপুরে ৪৫, বরগুনায় ৮৬ ও ঝালকাঠির ৭৭ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮২৯ জন।
আরও পড়ুন: আক্রান্ত ও উপসর্গে কুষ্টিয়ায় ১৮ মৃত্যু
এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩শ’ বেড বিশিষ্ট করোনা ইউনিটে রবিবার পর্যন্ত ৩৫৩ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৪৭ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।